৪৩.
"হিসাব দিতে হবে"
মুহাঃ মোশাররফ হোসেন
মিথ্যা কথায় গুজব তুলে,
ভুগছে কালা জ্বরে!
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে,
চলছে জগৎ জুড়ে।
দুঃখে যাদের জীবন গড়া,
তাদের আবার দুঃখো কিসে।
তবু তাদের দুঃখো আসে
চক্রান্তকারীদের ঐ জালে।
সত্যের পথে যারা আছে,
করবে নাতো তাদের ভয়!
বিপদে যারা ধৈর্য ধরে,
আল্লাহ তাদের সহায় হয়।
রেহাই পাননি কোনোদিন
মহা-মান্য খলীফাগণ।
হক্বের দাওয়াত দিতে গিয়ে
অনেকে জীবন দিয়েছে বিসর্জন।
ওরা নাকি জোট বেঁধেছে?
সকল দল এক হয়ে!
ইসলামের তারা ধার-ধারে না
পীরবাবাদের দরবারে গিয়ে "মজমা" বসায়।
বাড়ির মালিক চুরি করে,
দোষী হলো রাখাল!
সত্য কথা গোপন করে,
রাখবে আর কতো কাল?
সরকারের পাতানো ফাঁদে
কতো আলেম উলামা বন্দি হয়!
এ সব কিছুর ভুলের মাসুল দিতেই হবে,
তাহার কোনো বিকল্প নাই।