৪০.
"পবিত্র জুম্মাহ"
মুহাঃ মোশাররফ হোসেন
পবিত্র জুম্মাহ, মহা পবিত্র দিন,
মহা বরকতময় দিন হেসেবে মন করো এক্বীন।
এমন দিনে যে হতভাগা নামাজে না যায়,
সে পাপী মহান আল্লাহর গোস্বায় পড়ে যায়।
চলো ভাই মসজিদে জুম্মায় শরিক হই
বরকতময় ইবাদতে জলদি শামিল হই।
উত্তম পোষাক আর সুগন্ধি ব্যাবহার করা যে সুন্নত,
জুম্মার ফযীলত অর্জন করতে পারা বড়ই নিয়ামত।
জুম্মাহ'র নামাজ ত্যাগ করে, কেহ যেনো দুর্ভাগ্য না হই,
জুম্মাহ'র মাধ্যমে আল্লাহর রহমতের নজরে রই।
আল-হাদীছে জুম্মাহ'র অশেষ ফযিলত,
জুম্মাহ হলো আল্লাহর পক্ষ থেকে এক অসীম নিয়ামত।