৩. "তোমার জন্মে ধন্য এ মাতৃভূমি"
মুহাঃ মোশাররফ হোসেন
তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ,
স্বাধীনতার পরশ পেয়ে আমরা হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙ্গে উন্নীত করি বিজয়ের শির,
সারা বিশ্বে আশ্চার্য্যের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙ্গালীর ইতিহাসের পাতাই রয়েছো সেই অমর মহা-কাব্য,
তুমি নাই বলে আজি মধুমতি হারাম নাব্য।
বীর বাঙ্গালীর হৃদয় তুমি রাজনিতীর মহা-কবি,
পতাকার ঐ লাল সূর্যটাই তুমি আছো এক উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ, মুক্ত দেশ, সূর্যের মতো দিপ্তি ছড়াও সেই তুমি,
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভুমি।