৩৯.
"শেষ ঠিকানা"
মুহাঃ মোশাররফ হোসেন
জন্ম যখন হয়েছে মরতে একদিন হবে
শেষ ঠিকানা হবে কবর,
এই দুনিয়ার রঙ্গের মেলায়
কে রাখে তার খবর?
যাদের জন্যে জীবন-যৌবন
বিলিয়ে দিলে প'থে,
দম পুরালে ধরা দেয় না
চায় না আপন হ'তে।
খাচা ভেঙ্গে পরান পাখি
উড়াল দেবে যেই,
ঠিক তখনই দেখবে
তোমার আপন কেহ নেই।
সঙ্গ হবে চিরোতরে
ভবের বেঁচা-কেনা।
যেতে হবে পরপারে
সঙ্গী-সাথী বিনা।
যতই থাকুক অট্রোলিকা
রাজ সিংহাসন,
সব কিছুই রইবে পড়ে
ওরে অবুঝ মন।
ধনী-গরীব রাজা প্রজা এক কাতারে রবে,
শ্মষান কিংবা কবরস্থান শেষ ঠিকানা হবে।