৩৬.
"পাপ মোচন করো"
মুহাঃ মোশাররফ হোসেন
পাপের মাঝেই বেঁচে আছি প্রভু বহুকাল ধরে
এ আমার দোষ, এ আমার পরাজয় জানি
তাই তোমার কুদরাতি পায়ে সিজদায় নত স্বরে
তোমারই গুণকীর্তণ করি, আমি পাপী অপমানি।
ক্ষমা চেয়েও শত গোনাহ করি, এ আমার দোষ
তবে কখনোই তোমার সাথে শরিক করিনি কারো
জেনে-নাজেনে করেছি রচে গেছে এ আমার পাপকোষ
ক্ষমা করো হে প্রভু তুমি আমায় ক্ষমা করো।
দুনিয়ার লোভে পড়ে সদা চলেছি গায়ের জোরে
এই হতোভাগা অমান্য করে তোমার আদেশ-নিষেধ
তোমার ক্ষমারই চাদরে ঢেকে নাও এ-পাপিরে
প্রভু! তোমার হুকুমের সাথে আমায় রেখো অভেদ।
জীবনের অনেকটা পথ কেটেছি অবাধ্যতার মাঝে'
আজ সকল অবাধ্যতা থেকে অব্যাহতি নিতে চাই
পরাক্রান্ত হে প্রভু! পাপ থেকে উদ্ধার করো আমাকে
জানি আমি, তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই।
শেষ ভরসাই ক্ষমার আশাই, তোমার দুয়ারে আজ
মিনতির সাথে লজ্জিত শিরে নত হয়ে গেছি'
পাপের জন্য আর মহা-প্রলয়ের দিওনা লাজ
যতদিন রাখবে এ-ভুবনে তোমার বাধ্যতায় যেনো বাঁচি।