৩৫১, হৃদয়ের ক্রন্দন

August 26, 2025
হৃদয়ের ক্রন্দন 
মুহাঃ মোশাররফ হোসেন 
জীবনে পারিনি করতে কিছু জয়,
যা কিছু করেছি হয়েছে ক্ষয়।
আগামী প্রজন্মের করেছি ভবিষ্যৎ বিলীন,
এই ভাবনায় সারাক্ষণ মনটা মলীন।
এই ভাবনাতো আসবে হৃদয়ে আজীবন,
মনের সাথে করছি যুদ্ধ সারাক্ষণ।
ভাগ্যের নাইকো দোষ  ছিল কর্মের,
পড়েছে কালো দাগ জীবন বিরহের।
হৃদয়ের ক্রন্দনে শুধু বুক ভাসছে,
যারে দিয়েছি হৃদয় সেও হাসছে।
মরণ আসছে আমার চার পাশে,
সেই আভাস শুধু হৃদয়ে ভাসে।
সুখের জীবন পাইনি কখনো আমি,
ছিল সর্বাগ্যে পেতাম নামি দামি।
সেটাও নিল কেড়ে দমকা হাওয়াই,
করেছে অনেক হয়েছি নত গুডবাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *