৩৫০, নানার বাড়ি

July 8, 2025

নানার বাড়ি
মুহাঃ মোশাররফ হোসেন।

যশোর জেলার থানা মনিরামপুর
ঝাঁপা গ্রামে বাড়ি আমার ,
চালুয়াহাটি ইইউনিয়নে নানা বাড়ি
মন চাইতো যেতে বারেবার!

বুঝবার যখন বয়স হলো
পেলামনা আর কারো দেখা,
আদর সোহাগ কেমনে হয়
সেই পরিবেশে দেখে শেখা।

ভিটেতে বাতি দেবার মত
কেউ যখন রইলোনা আর,
খালার উপর দায়িত্ব এলো
খালু তখন নিলেন ভার।

খালা খালু কেউ নাই
ভাইয়েরা সব কামে রই,
কারও খবর কেউ রাখেনা
এই দুনিয়াটা বড় স্বার্থময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *