৩৪.
"দয়ার অথৈ সাগরে"
মুহাঃ মোশাররফ হোসেন
তোমার পথের সন্ধান পেয়েও চলছি
বে-পথে হে প্রভু
তবু আমায় করছো কৃপা
বাঁচিয়ে রেখেছো তবু।
পারতে তুমি শাস্তি দিতে
আমায় না দিয়ে অন্ন
পারতে আজাব গজবে আমায়
করে দিতে বিচ্ছিন্ন।
তোমার দয়ার অথই সাগরে
ডুবে আছি সারাক্ষণ
তোমার নিয়ামতের কৃতজ্ঞতা
কভু করি না আজীবন।
তবু ও বেঁচে আছি আমি
তুমি দয়া করেছো বলে
গোনাহগার চিরো কাঙ্গাল দীন
ক্ষমা করে দাও এই অধমের ঋণ।
এসব কিছুইতো ঘটছে
তোমারই সৃষ্টি বলে।