৩৪৮, কষ্ট

June 24, 2025

কষ্ঠ
মুহাঃ মোশাররফ হোসেন

কেও যদি আমায় প্রশ্ন করে. সুখ কি?
হয়তো আমি সঠিক উত্তর দিতে পারবো না।
কেও যদি আমায় প্রশ্ন করে দুঃখ. কি?
খানিক হেসে বলবো আমি.
সেতো আমার আপনজন নিত্য দিনের সাথী।
দুঃখকে আমি আপন পেয়েছি.
যখন আমার বয়স ছিলো ২১ কিংবা ২২.
হারিয়েছিলাম বাবাকে তখন অকালে.
হয়েছিলাম বঞ্চিত চিরতরে পিতার স্নেহ থেকে।
দুঃখকে আমি পেয়েছি.
যখন অভাব—অনাটনে থাকতে হয়েছিলো তখন।
দুঃখকে আমি পেয়েছি.
যখন অর্থাবে বন্ধ হয়ে যেতে বসেছিল আমার পড়া—লেখা.
অভাবের আগুনে পূড়েছিলো আমার

উচ্চ শিক্ষা লাভের স্বপ্ন তখন।

আজ যখন মন থেকে
সকল দুঃখ স্মৃতি মুছে ফেলে.
সুন্দর জীবনের স্বপ্ন দেখছি
তখন দুঃখ স্মৃতি উকি মারে মন মসঝে।
ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।
এমন—ই করেই কি জীবন যাবে?
ভাবছি অভিরতো.
দুঃখ আর আমি সইবো কতো?
পাবো নাকি আর সুখের ছোঁয়া এ জীবনে?
জানবো নাকি কভু আমি সুখের মানে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *