প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৪:৫৮ পি.এম
৩৪৬, রহমতের বৃষ্টি
রহমতের বৃষ্টি
মুহাঃ মোশাররফ হোসেন
আকাশে রিমঝিম অঝরে ঝরছে
মুশলধারে রহমতের বৃষ্টি,
আকাশে চমকাচ্ছে বিজলী
বাহ কি অপরুপ আল্লাহর সৃষ্টি।
চারিদিকে শোসো আর বিজলীর ঝংকারে
কানে আসছে আর ভয়ে কাপছে,
এই বুঝি পড়লো বিজলীর ছোড়
বিকট শব্দ যেন কানে আসছে।
রহমতের বৃষ্টিতে মাঠের ফসল গুলো
সব নতুন করে যেন জীবন বদলাচ্ছে,
তীব্র গরমে বৃষ্টির পেয়ে বৃক্ষ-তরুলতার
সাথে মানুষেরও যেন মুখে হাসি ফুটছে।
আল্লাহর বড়ই মহিমা আর কুদরতে
তীব্র গরম হিমেল হলো একঝলক বৃষ্টি,
তার গুণগান করে হবে না শেষ
সবার মুখে ফুটে হাসি এলো প্রাণে স্বস্তি।
গরমের ফলে এলো রহমতের বৃষ্টি
ফসলগুলো সব ফিরে পেলো প্রাণ,
কৃষকের মুখে ফুটলো হাসি
তবুও ভাবে কৃষক পাবে কি এর সু-মান?
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।