প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৩:১৬ এ.এম
৩৪৫, স্বপ্ন পুরন
স্বপ্ন পুরন
মুহাঃ মোশাররফ হোসেন
রাকিব ভাই কিনেছে ফোন
একেবারে ঝকঝকা,
দাম শুনে মাথা ঘুরে
পকেট দেখে ফাঁপা!
রঙটা যেন সূর্যের হাসি
ক্যামেরা তো তুবড়ি বাজে,
ছবি তুলে পোস্ট দিলে
ফলোয়ার সব হাওয়ায় সাজে।
চ্যাট করে, গেম খেলে
তাও নাকি ব্যাটারি যায় না,
নেট দৌড়ায় গড়-গড় করে
লোকে বলে পুরনো ফোন মন তা বুঝেনা।
সেলফি নিলে মডেল লাগে
ভিডিওতে হিরো বেশ,
সবাই বলে এই ফোন
তোর জীবন চলবে বেশ!”
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।