প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১০:৪৫ এ.এম
৩৪৪, আঙ্গুরের গুচ্ছ
"আঙ্গুরের গুচ্ছ"
মুহাঃ মোশাররফ হোসেন
বনের কোণে লতায় পাতা,
আঙ্গুর ঝুলে কতটা!
কখনো সবুজ কখনো বেগুনি,
রোদের আলোয় চকচকে ঝিনঝিনি।
মিষ্টি আরর রসে টলমলে
খেলে মনে আসে সুখের ছায়া,
শিশুর মুখে হাসি ফোটে
মনে লাগায় অগাধ মায়া।
দাও না এক গুচ্ছ হাতে,
চলে যাই সুখের প্রাতে।
আঙ্গুর মোর প্রিয় ফল,
দেখা মিললে জিহ্বাই টলমল।
খাইতে বড়ই লাগে মজা
শরীর হয় সতেজ!
অন্যের সাথে নাই তুলনা
মনে আসে বিজয় ইমেজ।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।