৩৪৩, প্রকৃতির ছোয়া

May 10, 2025
প্রকৃতির ছোয়া
মুহাঃ মোশাররফ হোসেন 

প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে

কি যেন ভাবনা এই মনে,
সৌন্দর্য উপভোগে জাগিয়ে তোলে
প্রকৃতির সেই ছায়া সর্বক্ষণে।
বলতে চায় মনে অনেক কিছু
তবে অবুঝ মন কেন যে পিছু হাটে,
সাগরতলে ডুবিয়ে থাকা হৃদয়টা
কেন যেন বারে বার জেগে ওঠে?
প্রকৃতি জেগে তোলে হৃদয়ের গহিনে
নিষ্ক্রিয় ডুবে থাকা সেই পড়ন্ত মন,
প্রকৃতির ছোয়াই ফিরে আসে
হারিয়ে যাওয়া নিষ্ক্রিয় জীবন।
প্রকৃতির ছোয়ায় ফিরে পাই
চুপসে থাকা এক হৃদয়ের স্পন্দন,
পোড়ামনে জাগে হৃদয়ের জাগ্রত স্পৃহা
নতুত্ব ফিরে পাই কেটে যায় হৃদয়ের ক্রন্দন।
প্রকৃতির শীতল হাওয়া মনে দোলে
চোখে ভাসে স্মৃতিগুলো সব সামনে আসে,
কেন যেন প্রাণের সঞ্চয় হতে থাকে
শিওরে ওঠে পুরানো স্মৃতিগুলো ভাসে।
নিয়তির খেলা বড়ই কঠিন প্রকৃতির চাওয়া
আরভ অতীত ছুড়ে বাস্তবতা আকড়ে ধরে,
সেই জীবন আর বাস্তবে নয় আছে স্মৃতি
স্মৃতিটুকু আগলে রেখে বাস্তব জীবন গড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *