প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৩৬ এ.এম
৩৪২, বিস্ময়কর নারীর মন
মুহাঃ মোশাররফ হোসেন
মেয়েদের মন সাগরের মতো,
চুপচাপ ঢেউয়ে ভাসে
আবার কেউ দেখে না ততো।
হাসির আড়ালে লুকিয়ে থাকে
অজস্র কথা, না বলার ধ্বনি,
কখনো সে ঝড়
কখনো এক টুকরো চাঁদনী।
অল্প কথায় বুঝিয়ে দেই
গভীরে থাকে হাজারটা অনুভব
ব্যথা ও প্রার্থনা।
অভিমান জমে মেঘের মতো
ভালবাসা ঢালে নদীর মতো।
ভেবো না, তারা দুর্বল
তাদের মনে জন্ম নেয়
প্রেম, ক্ষমা আর আলোছায়ার খেলা,
মেয়েদের মন, সে এক বিস্ময়—
যা পড়া যায় না শুধু অনুভব করা যায় সারাবেলা।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।