৩৩.
ত্বীন নিয়ে
"বিবেকের কাছে প্রশ্ন"
মুহাঃ মোশাররফ হোসেন
করছি শুরু পরম দাতা
মহান দয়ালুর নামে।
শফথ ত্বীন জয়তুনের
শফথ পর্বত সিনাইনের
এই শফথ নিরাপদ নগরীর
সৃষ্টি করেছি সৃষ্টির সেরা, মানুষ সুন্দর ধীর!
অতঃপর আমি তাকে
নিচ থেকে অতি নিচে
ফিরিয়ে নিয়ে যাই,
তবে তাদেরকে নয়;
যারা ঈমান্দার ও সৎকর্ম পরায়ণ
তাদের জন্য রয়েছে পুরুস্কার বিতরণ;
তবু কেনো তোমরা মহা-প্রলয়ের অবিশ্বাসী হণ?
আল্লাহু কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?