প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৫:৩৫ পি.এম
৩৩৯, তুমি কি সেটা খোঁজ রাখো?
তুমি কি সেটা খোঁজ রাখো?
হাফেজ মোহাম্মদ জাবের আরেফিন
তুমি কি জানো তোমার প্রেমে
পুড়ছি কতো অবিরত?
তোমায় না পেয়ে দুঃখ সাগরে দিয়েছি ডুব
সেই খবর পেয়ে তুমি কি হও বিরক্ত?
তুমি কি জানো এই আঁধার ঘরে
থাকছি কতো ঘুম ছাড়া?
তোমার বিরহে আমার জীবন
সর্বাদিক দিকহারা।
তোমায় না পাওয়ার অসুখ
শরীরে বাড়াচ্ছে অসুস্থতা,
মৃত্যু পাখি ডেকে বলছে
আমার ঘরে আসো হয়ে যাবে সুস্থতা।
ভেজা মাটিন ঘ্রাণ করেছে আমায় মুগ্ধ
কবর ঘরে যাওয়ার পরে বলবে তুমি
তোমায় ভালোবেসে আমার জীবন শুদ্ধ।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।