প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৪:৫৮ পি.এম
৩৩৮, নারীর মন
মুহাঃ মোশাররফ হোসেন
নারীর মন হয় নরম
ভালো মন্দ বোঝে কম,
পরের কথায় ভিজে গিয়ে
সামান্য কথায় হয়ে যায় মলম।
নারীরা মন অল্পতেই হয় গরম
অভিমান করে থাকে অনেক্ষণ,
কথায় কথায় মারে খুট
গম্ভির থাকে অনেক্ষণ।
কিছুক্ষণ বললে কথা
এরা সহজেই যায় পটে!
হিতাহিত থাকেনা জ্ঞাণ
পরের কথায় বেশি হাটে।
ইমাম মেহেদীর অবির্ভাবে
এরাই পটে যাবে আগে,
নামাজ রোজা করার পরেও
জাহান্নামেও বেশি যাবে।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।