প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ১০:৩১ এ.এম
৩৩৭, আশায় বাঁধিবে ঘর
আশায় বাঁধিবে ঘর
মুহাঃ মোশাররফ হোসেন
কর্মিদের জীবন হয়ে যাচ্ছে
দিন দিন আগাছার মতো পার,
ক্ষমতার জোরে বাড়ি-গাড়ি করে
ভিন্ন রাষ্ট্রে ভেগে করিতেছে জীবন পার।
ক্ষমতা পেয়ে নেতারা করিয়াছে বাহাদুরি
আর কাটিয়েছে শিখা অনির্বান,
এখন দিয়েছে নেতারা সব ভিনদেশ পাড়ি
আর কর্মীরা দিচ্ছে তার প্রতিদান।
ভিনদেশ থেখে নেতারা দিতেছে হুংকার
যার যা কিছু আছে নিয়ে হও আগোয়ান,
কর্মীরা সব হচ্ছে জড়ো খাচ্ছে পেদানি
হারিয়ে যাচ্ছে ইজ্জত সম্মান।
ভিনদেশ থেকে শুধু দিচ্ছে হুংকার
দেশ লুটে নিজে করেছে ব্যাংকার,
এর আগেও দিয়েছিল সব পাড়ি
কর্মীরা সব করিয়েছিল হা-হাকার।
হায়রে আশা!
এমন আশা দিও নাকো আর
যে আশায় হয়ে যায় নিরাশা
শুধুই নিরাশা!!!!
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।