প্রেরণা
মোঃ রাকিব হোসেন
মায়ের মতো পরশময়ী
আমার কাকী যার নাই তুলনা,
মমতার হাত মাথায় রাখে
নেই কোন তার তুলোনা।
শিশুর চোখে হাসির আলো
তারই কোলে শান্তি পাই,
মনের ব্যথা গোপন রাখে
সবার তরে সুখের ঠাঁই।
তারই পরশে তৃপ্তি পাই
উজাড় করে দিতে চাই,
অগোচরে যত্ন করে
ভালো বাসা বিলিয়ে দেই।
তার স্নেহে ভরে মন
গৃহকোণ হয় উজ্জ্বল,
মায়ের মতো পরশময়ী
স্নেহের বাঁধনে আসে জল।