উৎসর্গ
মোঃ রাকিব হোসেন
প্রিয় কবি, তোমার কলমের শক্তি,
প্রাণের গভীরে তুলে আনো মুক্তি।
বেদনাময় পৃথিবী পায় নতুন ভাষা,
তোমার শব্দে ফুটে উঠে প্রেমের আশা।
তোমার লেখায় ঝরে শান্তির বৃষ্টি,
অন্ধকারে জ্বলে আলোর দৃষ্টি।
তুমি বুনো, তুমি কোমল সুর,
তোমার কবিতা মেলে আকাশের দূর।
মাটির ঘ্রাণে তুমি গাঁথো গান,
তোমার ছন্দে বাজে হৃদয়ের প্রাণ।
তোমার শব্দে লুকিয়ে স্নিগ্ধ শীতলতা,
কখনো বিদ্রোহ, কখনো নীরবতা।
প্রিয় কবি, তোমার প্রতিটি বাক্যে,
জীবনের ছোঁয়া পাই মনের ফাঁকে।
তুমি আছো, থাকো চিরকাল,
তোমার কবিতায় জীবন হয়ে উঠুক নিখুঁত কাল।
উৎসর্গ মুহাঃ মোশাররফ হোসেন আমার প্রিয় কাকা