৩৩৩. চারিদিকে আহাজারি

March 17, 2025

চারিদিকে আহাজারি
মুহাঃ মোশাররফ হোসেন

এমন দেশে জন্ম আমার
যে দেশে ধর্ষণের নাই বিচার,
শিশু, বৃদ্ধ পায়না রেহায়
আইন মেনেছে হার।

চারিদিকে ধর্ষণের আহাজারি
চোখে ভাসে সোশ্যাল মিডিয়াই,
চুরি, ডাকাতি, ছিনতাই আর চাদাবাজিতে
ছেয়ে গেছে এই সোনার বাংলায়।

এমন দেশে জন্ম আমার
যেখানে ন্যায়ের নেই সুবিচার।
ধর্ষণের বিচার হয় না কভু
গুমরে কাঁদে মা ও বধূ।

শিশুর কান্না শুনবে কে?
অন্যায় হাসে নীতির ঠোঁটে।
বৃদ্ধের চোখে হতাশ স্বপন
আইন কেবল কাগজে বরণ।

তবু সূর্য উঠবে ভোরে
ন্যায়ের আলো ফিরবে ঘরে।
জেগে উঠুক বিবেক সকল
গর্জে উঠুক নীতির বল!

এমন দৃশ্য দেখবো না বলে রক্ত দিয়েছে
ঘটিয়েছে পতন পালিয়েছে স্বৈরচার,
কাঁধে-কাঁধ মিলে গড়বো দেশ
সু-শ্বাসন প্রতিষ্ঠা করতে হবে এবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *