প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৬:১৪ পি.এম
৩৩১, এলো বসন্ত
এলো বসন্ত
মুহাঃ মোশাররফ হোসেন
নতুন ধারায় এলো বসন্ত
রঙিন ডানা মেলে,
বৃক্ষগুলো হচ্ছে সতেজ
পলাশ-শিমুল ফুটে খেলে।
মনের আনন্দে ডালা মেলে
কোকিল গায় মধুর সুরে,
বট-বৃক্ষ তরুলতা সতেজ হয়ে
নতুন পাতায় নাচে দূরে।
মিষ্টি বাতাস গায়ে লেগে
মনে আনন্দ প্রাণে ছায়,
ফাগুন এলো আগুন হয়ে
প্রকৃতি সাজে রঙিন হয়।
ভালোবাসার রঙিন দিনে
ফুলের গন্ধে ভাসে বন,
সুখের সুরে বাজে জীবন
বসন্ত এলো হাসছে মন।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।