৩৩০. যশোর জেলা

February 2, 2025

যশোর জেলা

মুহাঃ মোশাররফ হোসেন 

ধন্য আমি করেছে প্রভু
যশোর জেলায় জন্ম,
হে প্রভু করিও তুমি রহম
যেন বুঝতে পারি এর মর্ম।

যশোর মোদের শান্তির আবাস
করেছিল প্রভু প্রথম স্বাধীন,
এখানে বহু আওলিয়ার আবির্ভাবে
হয়েছিল ইসলাম প্রচারে দ্বীন।

দেশবরন্যে বাংলাদেশের হয়েছে
প্রথম ডিজিটাল জেলা যশোর,
বহু কবি সাহিত্যিকের জন্ম হয়েছে
তাইতো মোরা আনন্দে বিভোর।

এ জেলায় জন্ম হয়েছে মাইকেল
নজরুল আরও আছে কত গুণীজন,
সেই আদর্শে বুকে ধরার চেষ্টা করে
মোরা স্বপ্ন পুরণে ভাবি সারাক্ষন।

এ জেলার সাধারণ যুবকদের মেধায়
গড়ে ওঠে দেশের প্রথম ভাসমান সেতু,
সেখানে দেশ বিদেশ থেকে বহু পর্যটক
ভ্রমণে আসে ভেবে দেখেনা কোনো ঋতু।

এখানে ভ্রাতৃত্ব বন্ধনে করে বসবাস
নেই বাঁধা কোনো বর্ণ ধর্ম!
এমন আদর্শ জেলায় জন্ম হয়ে
নিজেকে করি মনে বড় গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *