প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৬:৩৯ পি.এম
৩২৯. দোয়া প্রার্থনা
দোয়া প্রার্থনা
মুহাঃ মোশাররফ হোসেন
হে প্রভু! তুমি শোনো
আমার মনের আকুতি,
এই অন্তর জুড়ে আছে
শুধুই বেদনার স্মৃতি।
জানি আছে তোমার করুণা
বিশ্বভ্রমন্ডের আকাশের মতো,
মায়ার চাদরে রাখিবে ঢেকে
তাইতো তোমার পানে হয়তেছি নত।
হে প্রভু! মোর বাবার জন্য
করিতেছি দোয়া প্রার্থনা,
মোর প্রার্থনা করিবে পুরন
সেটাই মোর কামনা।
জীবনের প্রতিটি পদক্ষেপে
দিয়েছো মোর আলো,
আর একবার মোর বাবার জন্য
করুনা করে সুখের দীপ্তি জালো।
করিগো দোয়া তোমার পানে
সর্বদা থাকি তোমার সেবায়,
হে প্রভু! তুমি আমার ভরসা
তুমিই একমাত্র আমার আশ্রায়।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।