৩২১. ফিরবে কি সেই সুখ?

November 30, 2024
ফিরবে কি সেই সুখ?
মুহাঃ মোশাররফ হোসেন 
শস্য শ্যামল সবুজ এ ভূমিতে
প্রতিহিংসার জালে আছে বন্দী,
মহাসড়ক গুলো বিশৃঙ্খলতায়
দুষ্ট লোকেরা করছে যে সন্ধি!
হাজারো কষ্টের আঘাত সহে
হয়ে আছে পাথর পুরো শরীর-মন,
নিরাপদে আশ্রায় কে দিবে
কাউকে পাইনি আর এখন।
চেয়েছিলাম যাহা পাইনি তাহা
রাজপথে ছুটছে আবার দলবেঁধে!
আমজনতার ভয় আবার কি হবে?
না জানি পড়তে হবে কোন বিপদে!
পাইলেও পাইতে পারি
আছি স্বপ্ন নিয়ে দু-চোখে,
ঐ অবলা চোখে চেয়ে আছে
করছে বিশ্বাস বলছে যা লোক-মুখে।
মুখের কথা আর চোখের ভাষা
যায় যদি সব উলটে!
আমরাও আমজনতার সাথে মিশে
গুড়িয়ে দিয়ে সবই দিব যে আবার পালটে!
এ পাষাণ হৃদয় লুকিয়ে রাখছি
গোপনে ঐ হাসিমাখা মুখ,
হৃদয়ের গহীনে প্রহর গুনছি
আবার ফিরবে কি সেই সুখ?
        ফিরবে কি সেই সুখ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *