মা-বাবা
মুহাঃ মোশাররফ হোসেন
বাবা মায়ের পিছে করলে খরচ
হয়না অভাব আছে বরকত,
তাদের সন্তষ্টে করলে খরচ
প্রভু দিবে পরম রহমত।
কথাটি পড়লে মনে
হৃদয় কেঁদে বুক ভাসে,
যায়না ভুলা কভু তাদের
বারে বার মনে আসে।
বাবা মা করে পুরন
সন্তানের সকল আশা,
এমন জিনিস হারিয়ে গেলে
থাকবেনা আর মুখের ভাষা।
মা হলো ঘরের ছাদ
বাবা হলো খুটি,
মা বাবার আদর স্নেহে
মোরা বড় হয়ে উঠি।
মা বাবা এমন জিনিস
জীবদ্দশায় মোরা বুঝিনা,
যখন মোরা বুঝতে শিখি
সময় তখন থাকেনা।