প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৭:৫১ এ.এম
৩১৭. অপরুপ সৃষ্টি
মুহাঃ মোশাররফ হোসেন
আকাশে ঘনকালো মেঘ
অঝরে ঝরছে রিমঝিম বৃষ্টি,
চারিদিকে বয়ছে হিমেল হাওয়া
কি অপরুপ প্রভুর সৃষ্টি!
আকাশে মেঘের গর্জনে
আচমকা বিজলী চমকায়,
কোথাও নাহি পারে যেতে বাইরে
দৃষ্টিপাত করলে লাগে শুধু ভয়।।
প্রকৃতির এই অপরুপ দৃশ্য
প্রভু করিয়াছেন সৃষ্টি,
এই সৃষ্টির প্রশংসা হবেনা শেষ
করিবে সবে তার ভক্তি।
যত গুণগান করিবে সবে
সেই মহিমান্নিত প্রভু মহান,
সৃষ্টি আসমান জমিন
দিবা-নিশি দিয়েছে সম্মান।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।