ছোট্ট খোকা মাহিম
মুহাঃ মোশাররফ হোসেন
ছোট্ট খোকা মাহিম
তাহার কথা বলি,
সারাটা দিন খেলায় মগ্নে
তাকায় অলিগলি।
একটু ক্ষুদা লাগলে পরে
কেঁদে হয় আকুল,
তাইনা দেখে মা বাবা
খাবার আনতে হয় ব্যাকুল।
একটু বেশি কাঁদলে পরে
হয়ে যায় সে বেহুশ,
তাই দেখে মা বাবার মনে
থাকেনা কোন হুশ।
যতই খাওয়াই ভাল মন্দ
তাহার পেটে নাহি সয়,
একটু বেশি খেলে পরে
অমনি শরীর খারাপ হয়।
টিক-টিকি আর খেলনা দিলে
মনটা সেদিকে যায়,
ভাই নিয়ে করে খেলা
বোনটা বলে এবারে দে আমারে ভাই।
বোনের কথা ভাই শুনে
বোনকে করে গাল মন্দ!
মা বাবা ছুটে এসে বলে
তোরা করিসনে এমন দ্বন্দ।।