প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ৮:৪৩ এ.এম
৩১৪. নতুন বাংলাদেশ
মুহাঃ মোশাররফ হোসেন
দীর্ঘ দিন বাক-স্বাধীনতায় আটকে
মোরা ছিলাম পরাধীন,
হাজারো মুক্তিযোদ্ধার রক্তে অর্জিত
নতুন করে হয়েছে এ বাংলা স্বাধীন।
বারে বারে দলের পালাবদলে
হারিয়ে যায় স্বাধীনতা,
স্বাধীনতা তুমি অমর হয়ে থেকো
আর যেন না আসে বাক-স্বাধীনতা।
২০২৪ এর ৫ আগস্ট স্বাধীন বাংলায় পূনরায় ফিরে পেলাম স্বাধীনতা,
দুষ্কৃতি দলেরা ষড়যন্ত্রের জাল বুনে
না পায় যেন তার সফলতা।
ছাত্রজনতার রক্তের বিনিময়ে
নতুন করে আবার ফিরে পেলাম,
দেশের জন্য দিয়েছে যারা রক্ত
তাদেরকে জানাই হাজারো সালাম।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।