আচমকা বন্যা
মুহাঃ মোশাররফ হোসেন
বহুদিন দেখিনি এমন
আচমকা বন্যার পানি,
এ বন্যাতো আর সে বন্যা নয়
এ যে ভারতের সেটা সবাই জানি।
ভারত সরকার ফাররাক্কা খুলে
প্রতিবেশিকে করতে চেয়েছিল নিঃশ্ব,
ভারতের এই সাজানো নাটক
দেখছে সারা বিশ্ব।
ভারতের সকল ষড়যন্ত্র
বাংলাদের কাছে হয়ে গেছে ফাঁস,
ষড়যন্ত্র করে দিয়েছে পানি
বাংলাদেশ করেছে বন্ধ গ্যাস।
মানের মান আল্লাহই রাখে
অন্যের ক্ষতির পেয়েছো ফল,
আল্লাহই করেছে বিচার
চায়না থেকে দিয়েছে জল।