প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৮:৫৭ এ.এম
৩১০. দুনিয়া খেলার ময়দান
দুনিয়া খেলার ময়দান
মুহাঃ মোশাররফ হোসেন
বিশাল এই দুনিয়াটা
শুধুই খেলার ময়দান,
যেমন করিবে কর্ম
পাইবে তার সমপ্রতিদান।
প্রভু পাঠাইছে তোমায়
এই দুনিয়াই শুধু পরীক্ষা স্বরুপ,
কর্মের ভালো ফল নিয়ে প্রভুর কাছে
রোজ-হাশরে দেখাইও সেই রুপ।
আল্লাহর আইনে রাজ্য চালাও
কুরআনের আইন ধরো,
যেটা করিলে আল্লাহ এবং রাসুল খুশি
সেই মোতাবেক কাজ করো।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।