প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ৫:২৯ পি.এম
৩০৯. স্মৃতির পাতায় আগষ্ট২৪
স্মৃতির পাতায় আগষ্ট ২৪
মুহাঃ মোশাররফ হোসেন
আমরা ৭১দেখিনি
পড়েছি ইতিহাসের পাতায়,
৭১এর চেতনা বুকে ধরে আবুসাঈদ
একে দিলো ২৪এর স্বর্ণপাতায়।
আবুসাইদের বুকে রক্ত দেখে
ছাত্রসমাজ গর্জে উঠিলো,
যে যেখানে ছিলো রাজপথে
ঝাঁপিয়ে স্বাধীনতার ডাক দিলো।
৭১এর স্বাধীনতা ফিরিয়ে আনতে
দেশের ছাত্রজনতা জাগিয়া উঠিলো,
কত মায়ের বুক খালি করে
এদেশে ফুটাইল স্বাধীনতার আলো।
অবশেষে শত রক্তের বিনিময়ে
এদেশে শান্তি আসলো ফিরে,
পরাধীনতা থেকে মুক্ত করে
স্বাধীনতা আসলো ফিরে।
শাসনের নামে শোষন করে
স্বাধীনতাকে দিয়েছিলো ফেলে,
এই স্বাধীনতাকে স্বাধীন রুপে
ফিরে আনতে কত জীবন গেছে যে চলে।
হায়রে স্বাধীনতা!
স্বাধীনতা মরে নাই
আজও আছে এই বাংলার বুকে,
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
তোমরা চলবে এখন থেকে।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।