প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৪, ৯:১৮ এ.এম
৩০৭. বাহাদুরী
মুহাঃ মোশাররফ হোসেন
কোথায় গেলো দাম্ভিকতা
কোথায় গেলো বাহাদুরী.
এক নিমেষে শেষ হলো
ঘড়ির কাটা ঘুরি।
চেয়েছিলে এককভাবে
চালাতে এ দেশ,
পুরো জাতি ধ্বংস করে
মিটাবে মনের খায়েশ।
চেয়েছিলে হাতের মুঠোই
সবাইকে নিয়ে খেলতে,
চাওয়া পাওয়া হলোনা শেষ
গেলো যে সব ভেস্তে।
আল্লাহর বিচার ধীর গতিতে
সঠিক সময় হয়,
যত অন্যায়, অত্যাচার, জুলুম
সবই করিবে ক্ষয়।
দেখো রাজ্য আছে
তুমি আজ রাজা নও,
সময়ের বন্ধু সবাই মিলে
দুঃসময়ে কাউকে নাহি পাও।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।