প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ৫:২৩ পি.এম
৩০৪. দুনিয়াটা বড়ই স্বার্থপর
দুনিয়াটা বড়ই স্বার্থপর
মুহাঃ মোশাররফ হোসেন
দুনিটা বড়ই স্বার্থপর
তুমিও সেটা দেখালে আমার,
কাজের শেষে আমাকে
করে দিয়েছো পর।
হয়েছে ভালো করে দিয়েছো
এবারও আমাকে পর,
আবারো হয়ত হবে একদিন
প্রয়োজন আমার।
নিয়তির খেলা ঘুরে ফিরে
আসতে হবে একদিন,
কিছুই হয়ত বলার থাকবেনা আমার
তবে বুঝাবে আসছে সেই দিন।
যতই নিয়েছি তোমায়
আমি কাছে টেনে,
ততবারই দিয়েছো
আমায় দূরে ফেলে।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।