প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ২:০৬ পি.এম
৩০৫. আমার জন্মভূমি
আমার জন্মভূমি
মুহাঃ মোশাররফ হোসেন
এমন দেশটি কোথাও
খুঁজে পাবেনাকো তুমি,
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি।
কোটা নিয়ে সারাদেশে
শিক্ষার্থীরা করছে আন্দোলন,
ন্যায্য দাবি আদায় করতে গিয়ে
কোমলমতি শিশুদের দিতে হচ্ছে জীবন।
স্বাদীন দেশে বাস করে
আছি যে মোরা পরাধীন,
এমন যদি হবে!
তবে এদেশ করতামনা স্বাধীন।
সঠিক কথা বললে পরে
দেশদ্রোহী হবে তুমি,
এমন দেশটি চাইনি মোরা
চাই স্বাধীন মাতৃভূমি।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।