প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৪, ৮:৫২ এ.এম
৩০২. শিক্ষক ছাত্র লড়াই
শিক্ষক ছাত্রের লড়াই
মুহাঃ মোশাররফ হোসেন
শিক্ষকদের ভাবনা পেনশন
ছাত্রদের ভাবনা কোটায়,
অভিভাবকরা আছে টেনশনে
আর শিক্ষা যাচ্ছে গোল্লায়!
পেইনশন আর কোটা নিয়ে
শিক্ষক ছাত্ররা করছে লড়াই,
শিক্ষা দীক্ষার ভাবনা নাই
দেশটা যাচ্ছে গোল্লায়!
দেশ এখন ডিজিটাল থেকে
স্মার্ট হয়েছে দেশপ্রধানের মেধায়,
ইউটিউব আর ফেসবুক নিয়ে আছে পড়ে
লেখা-পড়ার খেয়াল নাই।
এভাবে চলতে থাকলে
শিক্ষক ছাত্রদের লড়াই!
ছাত্র সমাজ নষ্ট হবে
একথাটি কারো মাথায় নাই।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।