সংসার আর ভাললাগেনা
মুহা, মোশাররফ হোসেন।
এ সংসার এখন আর
মোর ভাললাগেনা,
সংসার বড় আজব জীবন
কারো সাথে সময় দেওয়া যায়না।
সংসারের ঝামেলায়
সর্বদা হয়ে যাচ্ছি ক্লান্ত,
পরিশ্রম করে বাসায় ফিরে
থাকতে পারছিনা সান্ত।
স্ত্রী সন্তানের আবদার রাখতে
হয়ে উঠেছি মরিয়া,
কি করিবো কোথায় যাবো
মাথায় আনতে পারছিনা ভাবিয়া।
নিয়তির খেলায় বিনে সুতার
বাঁধনে বেঁধে আছি মোরা সবাই,
সবই তাহারই লীলা-খেলা
ভালো না লাগলে চলতে হচ্ছে তাই।