নিয়তি
মুহাঃ মোশাররফ হোসেন
দিতে পারলে তুমি
সবার কাছে ভাল,
একটু দেওয়া বন্ধ করলেই শুনবে
তোমার ভিতর বাইরে সবই কালো।
সবাই বলে দুনিয়াটা
নাকি স্বার্থেই চলে?
স্বার্থের এই দুনিয়াই চলতে যেয়ে
কেউ হাসে আর কেউ কাঁদে চোখের জলে।
হায়রে নিয়তি!
তোমার এই খেলায় আমরা সবাই মাতি,
কেউবা হচ্ছে সবার শীর্ষ
আর কেউ বা পাচ্ছে না কোন গতি।।