প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৪, ১২:৩৩ পি.এম
২৯৮. মাথায় নষ্ট
মাথায় নষ্ট
মুহাঃ মোশাররফ হোসেন
চারিদিকে শুধুই ঝামেলা
বিরোহ আর বুক ভরা কষ্ট,
এসব নিয়ে আর পারিনা
মাথাটাই আমার নষ্ট।
তাকালে আমি দেখিতে নাহি পাই
চোখ যে আমার অন্ধ,
সবই দিয়েছে প্রভু আমার
দেখার সাধ করে দিয়েছে বন্দ।
কি-যে করি ভেবে ভেবে নাহি পাই
সড়যন্ত্রের জ্বালে ভাসছে দেশ,
ষড়যন্ত্রকারীরা আনন্দে মাতোয়ারা
পকেট ভারী করে কামাচ্ছে বেশ।
দুনিয়ার এই খেলার মাঠে চড়ে
মোদের দেশটা করছে সব বিনষ্ট,
দেখিতে নাহি পাই চোখ যে মোর নাই
শুধু মাথাটাই হচ্ছে নষ্ট।।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।