প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ৭:৫৩ এ.এম
২৯৬. কাজের সফলতা
কাজের সফলতা
মুহাঃ মোশাররফ হোসেন
চাইনি যাহা আজ পেয়েছি তাহা
ইজ্জত, সম্মান সবইতো প্রভুর খেলা!
প্রচেষ্টা, সদইচ্ছা এবং প্রভুর কৃপায়
করে দিয়েছে স্থান এই কবি পরিষদ প্রাণের মেলা।
ধৈর্য্যেই সাফল্য কথাটি
আল্লাহই করেছেন ঘোষণা,
আল্লাহর ঘোষণার ফল সদ্য পেয়েই
হারিয়ে ফেলেছি আজ মনের সকল বেদনা।
প্রাণের মেলা কবি পরিষদের নতুন কমিটি
আজ প্রধান নির্বাহী করে দিয়েছেন উম্মুক্ত,
এই কবি পরিষদের কমিটির
সকলকে জানাই আমি স্বাগত।
এই কবি পরিষদ প্রাণের মেলার
কমিটিতে নাম এসেছে তাই,
কথায় নই কর্মেই দিতে হবে
সকলের সামনে মোদের পরিচয়।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।