প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:০৬ এ.এম
২৯৫. বই পড়া নেশা
বই পড়া নেশা
মুহাঃ মোশাররফ হোসেন
বইকে ভালো বেসে
বই পড়াই হয়েছে মোর নেশা,
বয়ের জগতে ডুবে থাকি
এটাই হয়েছে মোর নেশা।
বয়ের পাতা খুললে পরে
ভরে যায় মোর মন,
বইকে ভালো বেসেই
কাটিয়ে দিব বাকি জীবন।
সঠিক জ্ঞান পেতে হলে
পড়ো সবে হরেক রকম বই,
বয়ে মোদের জ্ঞান বাড়াবে
বয়ের ভিতর সর্বদা রই।
বই মোদের জ্ঞানের ভান্ডার
এ ছাড়া শিক্ষার বিকল্প নাই,
বই পড়ে কবিতা/গল্প লিখি
এখানেই সময় বেশি দিতে চাই।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।