তীব্র গরম
মুহাঃ মোশাররফ হোসেন
তীব্র গরমে পুড়ছে মানুষ
ঝরে পড়ছে গায়ের ঘাম,
ঘরে পারছে না থাকতে
শুধু স্মরণ করছে আল্লাহর নাম।
গাছ গাছালি তরুলতা
গরমে পুড়ে হচ্ছে ছায়,
কোথায় গেলে পাবে শান্তি
সুখের খোজে সেথাই চলে যায়।
এই গরমে খেটে খাওয়া
নিম্ন আয়ের শ্রমের হচ্ছে ক্ষতি,
এত গরম কেমনে সইবে?
পুড়ছে যে চোখের জ্যৌতি।
বড় লোকেরা গাড়ি বাড়িতে
খাচ্ছে এসির শীতল হাওয়া,
গরীবরাও মানুষ! একটু সুখের জন্য
এমন স্বপ্ন গরীবরা দেখলে খায় ধাওয়া।
এই তীব্র গরমের তাপে
পশু পাখিগুলো করছে ছটফট,
একটু স্বস্তির আশায় ডানা মেলে
আকাশে উড়ছে ঝটপট।
সবুজ শ্যামল গাছ-পালাগুলো
পাওয়া যায়না গ্রাম কিংবা নগরে,
তাইতো অক্সিজেনের খোজে
ছুটে যাচ্ছে সবাই নদীর ধারে।