মটর বাইক
মুহাঃ মোশাররফ হোসেন
বাইক দিয়েছে শ্বশুরমশাই
আববা দিয়েছে তেল,
তাইতো আমার গতির সাথে
ট্রেইন/বিমানও ফেল।
দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার আবার কিসের ভয়,
গেলে যাবে বাবা-শ্বশুরের
এতে আমার কিছু নয়।
চলছে গাড়ি অবিরামো
জোরসে মারি টান,
লোকের কথা না শুনে
ধরছি চেপে কান।
বাহঃ কি সুন্দর
গাঁয়ের বাঁকা রাস্তা,
দিয়েছি টান কিছুদুর
যেয়েই করব আজ নাস্তা।
ভাবছে লোকে
গাড়ির গতি দেখে,
থমকে যাচ্ছে পথের পথিক
গাড়ির চলন দেখে।
হঠাৎ করে ধাক্কা লেগে
হুন্ডা গেলো পড়ে খাদে,
রাস্তার পাশে থাকলাম পড়ে
জ্ঞান ফিরছে অনেক সময় বাদে।
জ্ঞান ফিরলে চোখ দিয়ে
চেয়ে দেখি ভাই!
দুঃখের কথা কি আর বলব"
পা ছিল দুইটা এখন একটা নাই।
সময়ের থেকে জীন বড়
একথাটি এখন ভাবি!
স্বাবধানতার মাইর নাই
ভাবিও সবে"এই কথাটি মোর দাবি।।