প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ৪:৫৬ পি.এম
২৯২. কষ্টটা কি?
কষ্টটা কি?
মুহাঃ মোশাররফ হোসেন
কিছু কিছু কষ্টের
হয়না কোন নাম,
নাম না থাকুলেও তবু তার
আছে অনেক দাম।
কিছু কষ্ট ভুলা যায়না
লাগে অনেক ভালো,
কষ্টের ভিতরে থেকে
জাগ্রত হয় হৃদয়ে আলো।
ব্যাথা আর চাঁপা যন্ত্রনা নিয়ে
গম্ভীরভাবে নিস্তব্ধ হয়ে আছে,
কি আছে এই গম্ভীরতার
স্পষ্ট নেই কারোর কাছে।
গম্ভীরভাবে থাকে যারা
তাদের মনে আছে অনেক কষ্ট,
সেই কষ্ট সইতে করে ফেলছে
গম্ভীরতার সাথে জীবনটাই নষ্ট!
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।