প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ৬:১৭ পি.এম
২৯১. রাখে আল্লাহ মারে কে?
রাখে আল্লাহ মারে কে?
মুহাঃ মোশাররফ হোসেন
মানের মান আল্লাহই রাখে
যদি করো তাহার স্মরণ,
আল্লাহই সব কথাটি মনে রেখে
একিন দেলে যদি হয় মরন।
সবই যে তাহার লিলা খেলা
মনে প্রানে করিবে বিশ্বাস,
সর্বদা বিশ্বাস রাখিলে
কখনো হবেনা নিঃশ্বাস।
জগৎ সংসার কিছুই না
আছে শুধুই মায়া,
সব কিছুই ভুলে দুনিয়ার মোহে
করে ফেলছে অনেক খাওয়া দাওয়া।
সঠিক পথে চলে কর্ম করে
যদি করো আয়,
মনেও শান্তি পাইবে
আর শ্বতস্ফূর্তভাবে করিবে ব্যয়।
আল্লাহই সর্বশক্তি করো তাকে সবে ভক্তি
সেই দিতে পারে একমাত্র সম্মান,
ভাগ্যের লেখন খন্ডাবে কে?
আল্লহা যদি দেয় সেই স্থান!
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।