প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৭:৩৩ এ.এম
২৯০. ছোট্ট সোনা
ছোট্ট সোনা
মুহাঃ মোশাররফ হোসেন
স্নেহমাখা নিবিড় বনে
খেলছে ছোট্ট দুধে সোনা,
ছায়াতরু শীতল কোলে
এ যেন চাঁদের জোৎস্না।
জননী ধরেছে গান আয়রে আয়
চাঁদ মামা টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
আসছে পাখি বসছে ডালে
আধার নিয়ে যাচ্ছে গালে,
চাঁদের জোৎস্না ঝলক মারছে
আমার ছোট্ট সোনার কপালে।
মায়ের করুন মাখা গান
আর মাতৃত্বের মধুর ঘ্রাণ,
প্রাণ জুড়িয়ে যায়
আমার ছোট্ট সোনার প্রাণ।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।