প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১০:১৩ এ.এম
২৮৮. এসেছে রমজান
মুহাঃ মোশাররফ হোসেন
উচ্ছাসে উল্লাসে জগৎ জুড়ে
এসেছে মাহে রমজান,
খুশির জোয়ার বইছে
সারাটি জাহান।
রহমতের রমজান
সারা বিশ্বে আগত,
আমরা সবাই মিলে
এই মাসকে জানাই স্বাগত।
মাহে রমজান মাসের
সকল বিধান মোরা মেনে চলি,
যত পাপ মোচন করিও প্রভু
দু-হাত তুলে তোমারে বলি।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।