অপমান
মুহাঃ মোশাররফ হোসেন
এভাবে ডেকে এনে তোমরা
আমায় কাঁদালে কেনো?
এইটাযে বড় প্রতারণা
সেটাকি তোমরা জানো?
মিথ্যা প্রলোভন দেখিয়ে
করেছো মোর ছলোনা,
মিথ্যার ফল একদিন পাবে
প্রভু তোমাদের ক্ষমা করিবেনা।
এই ছলোনার কথা আমায়
মনে থাকবে সারাজীবন,
এ কথা মনে রেখেই
সামনের দিনগুলি করিব গঠন।
হে প্রভূ শক্তি দাও সহিবার
হয়েছি যে প্রতারণার স্বীকার,
যদিগো করে থাকি ভূল
ধৈর্য্য ধরার শক্তি দাও প্রভু আমার।