প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৬:৫৬ এ.এম
২৮৬. মনের ইচ্ছা
মুহাঃ মোশাররফ হোসেন
ইচ্ছা থাকলে উপায় হয়
কথাটি সত্য ভাই,
মনের কথাটি আজ সত্য হয়েছে
প্রভু সবার সম্মুখে নিয়ে এসেছে।
বহু ইচ্ছা ছিল মোর
যদি হতে পারতাম বাবার মতন,
চেষ্টার ফল বিফল হয়নি
আল্লাহর রহমতে হয়েছে সাধন।
ইচ্ছা ছিল লিখব কিছু
গড়ে তুলব বাবার আদর্শ,
ইচ্ছায় প্রেরনা ইচ্ছায় শক্তি
আল্লাহই দিয়েছে সেই সাদৃশ্য।
হাটি হাটি পা পা করে এগিয়েছি
কিছু লোকের উৎসাহ উদ্দিপনাই,
যে উৎসাহ পেয়ে গুটি গুটি পায়ে
নিজেকে ফেলেছিলাম কঠোর ভাবনাই।
মনের সকল ভাবনা সত্যি করতে
লেখনির জগতে চলে এলাম,
কিছু ছড়া, কিছু কবিতা, কিছু কথা লিখেই
লেখনির জগতে যাত্রা শুরু করলাম।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।