যুগের ব্যাবধান
মুহাঃ মোশাররফ হোসেন
বর্তমান আর পুর্বের যুগের
তফাৎ হইলো এই,
বাব-দাদাদের যুগের নৈতিকতা
বর্তমান যুগে নেই।
বাব চাচারা মেহমান এলে
সোহাগ করে বসতে দিত ঘরে,
বর্তমানে মেহমান এলে
রাখি ঐ দূরে।
বাব চাচাদের বাড়ি ছিলো
এক উঠানে তাই,
দুই গ্রামে দুই ঘর বেঁধেছি
আমি আর ভাই।
বাবার চোখে আসতো পানি
অন্যের দুঃখ দেখে,
মানুষের দুঃখ দেখে
আমরা থাকি বেকে।
আগের মানুষ গরিব হলেও
মানুষ ছিল ভালো,
বর্তমানে লেখাপড়া করেও
মনটা মোদের কালো।।